1. masudkhan89@yahoo.com : সাংবাদিক মাসুদ খান : সাংবাদিক মাসুদ খান
  2. akash34556@gmail.com : সাংবাদিক মাহবুব খান আকাশ : সাংবাদিক মাহবুব খান আকাশ
ব্রেকিং নিউজ :
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয় শিবপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরতে রাব্বি খানের গণসংযোগ ও লিফলেট বিতরণ আওয়ামী লীগ নেতা টিপুর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন শিবপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আ.ফ.ম মাহাবুবুল হাসানের ব্যতিক্রমী উদ্যোগ শিবপুর প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন শিবপুরের নবাগত ইউএনও শাহ মোঃ সজীব সরকারের উন্নয়ন তুলে ধরে আলহাজ্ব মাহফুজুল হক টিপুর গণসংযোগ ও লিফলেট বিতরণ সেরা লেখক নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম নূরচান জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল, ২০২৩’ পাস শিবপুর থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগ নেতা সাহিদ

বাদ পড়ছেন বিতর্কিত ও বয়স্ক শতাধিক এমপি : কপাল খুলছে জনপ্রিয়দের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১২৪ দেখেছেন

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব জোরেশোরেই প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো দলকে ক্ষমতায় আনতে এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সকল আসনের সংসদ সদস্যদের বিষয়ে বিস্তর খোঁজ খবর নিচ্ছেন। তারই অংশ হিসাবে ব্যর্থ ১০৮ জন সংসদ সদস্য যাদের মধ্যে এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন তাদের একটি তালিকা শেখ হাসিনার টেবিলে জমা দেয়া হয়েছে। গণভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, নিজ এলাকায় জনবিচ্ছিন্ন, অজনপ্রিয়, দুর্নীতিতে জড়িত (নিজে এবং পরিবারের সদস্যরা এবং বয়সের কারণে নিষ্ক্রিয়) এমন ১০৮ জন এমপি মন্ত্রীর কপাল আগামী সংসদ নির্বাচনে পুড়তে পারে। তাদের বিষয়ে আরো অধিকতর খোঁজ খবর নেয়া হবে বলেও জানা গেছে।

তালিকায় থাকা এমপিদের মধ্যে ঠাকুরগাঁও এ ১ জন, দিনাজপুরে ২ জন, নীলফামারিতে ১ জন, কুড়িগ্রামে ১ জন, গাইবান্ধাতে ২ জন, বগুরাতে ১ জন, নওগাঁতে ২ জন, রাজশাহীতে ২ জন, নাটোরে ১ জন, সিরাজগঞ্জে ২ জন, পাবনাতে ২ জন, কুষ্টিয়াতে ১ জন, চুয়াডাঙ্গাতে ১ জন, ঝিনাইদহে ‍২ জন তালিকায় রয়েছেন।

এছাড়া ব্যর্থ এমপি মন্ত্রীদের তালিকায় রয়েছেন যশোর থেকে ৩ জন, নড়াইলে ১ জন, বাগেরহাটে ১ জন, খুলনায় ১ জন, সাতক্ষীরাতে ২ জন, বরগুনাতে ১ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলাতে ২ জন, বরিশালে ৩ জন, ঝালকাঠিতে ১ জন, টাঙ্গাইলে ৪ জন, জামালপুরে ২ জন, ময়মনসিংহে ৫ জন, নেত্রকোনাতে ৩ জন, কিশোরগঞ্জে ২ জন, মানিকগঞ্জে ২ জন, মুন্সিগঞ্জে ২ জন, ঢাকায় ১১ জন, গাজীপুরে ১ জন, নরসিংদীতে ৩ জন, নায়ায়ণগঞ্জে ১ জন, রাজবাড়ী ২ জন, ফরিদপুরে ২ জন, মাদারীপুরে ১ জন, সুনামগঞ্জে ২ জন, সিলেটে ১ জন, মৌলভীবাজারে ১ জন, হবিগঞ্জে ২ জন, ব্রাক্ষ্মণবাড়িয়াতে ১ জন, কুমিল্লাতে ৪ জন, চাঁদপুরে ২ জন, ফেনীতে ১ জন, নোয়াখীলীতে ২ জন, লক্ষীপুরে ১ জন, চট্টগ্রামে ৬ জন, কক্সবাজারে ২ জন।

সূত্র আরো জানিয়েছে, এই ১০৮ এমপির মধ্যে ১৭ জন সংসদ সদস্য বয়সের কারণে নিজ এলাকায় সময় দিতে পারছেন না। বাকিরা বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত। আগামী সংসদ নির্বাচনে তাদের আসনে নতুন মুখ খোঁজা হচ্ছে। এক্ষেত্রে পরিচ্ছন্ন, মেধাবী, আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং সর্বোপরি এলাকার মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে তাকেই মনোনয়ন দেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য সাংবাদিকদের বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার কাছে সকল এমপি মন্ত্রীদেরই আমলনামা রয়েছে। তিনি ইতিমধ্যেই আগামী নির্বাচনে কাদের মনোনয়ন দিবেন এমন বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। শত ফুলের মধ্য থেকে সবচে ভালো ফুলটি তিনি বেছে নিবেন। তবে একথাও অস্বীকার করার সুযোগ নেই, দল টানা তিন বার ক্ষমতায় কতিপয় সংসদ সদস্য আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। অনেকের আত্নীয় স্বজন দুর্নীতিতে বিশ্বরেকর্ডও গড়েছেন। অনেকে বয়সের কারণে রাজনীতিতে জনগণকে ঠিক মতো সময় দিতে পারছেন না। সেক্ষেত্রে শতাধিক এমপির যে কথা বলা হয়েছে, তা অমূলক নয়। আশা করছি, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জুহুরি চোখ তরুণ-উদীয়মান পরিচ্ছন্ন রাজনীতিবিদদের মনোনয়ন দিবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব www.Narsingdinews24.com  অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com