স্টাফ রিপোর্টার শিবপুর উপজেলার শিবপুর পশ্চিম পাড়ার ভূমিদস্যু সেলিমের রামদা এর আঘাতে রক্তাক্ত জখম হয়েছে ছাত্রদল নেতা অপি। এসময় সেলিম আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। সেলিম ভুঁইয়া শিবপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু। সেলিম ছাত্রদল নেতা অপি পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। এই চাঁদার টাকা না পাওয়ায় সেলিম তার বাড়ি সংলগ্ন তাদের জমি দখলের পায়তারা করছে। জমি দখলে বাধা দিলে সেলিম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অপি উপর হামলা করে। এ সময় সেলিমের ধারালো রামদায়ের আঘাতে অপি গুরুতরা হয়। এ সময় এলাকাবাসী সেলিম বাহিনীকে প্রতিহত করে এবং সেলিমের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এলাকাবাসী অপিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।